• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানি খেলোয়াড়রা

প্রকাশিত: ১৭:৩০, ১৪ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানি খেলোয়াড়রা

টেনিস টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৪ দলের খেলোয়াড়রা। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী ৭-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে অংশ নিতে আসা সব দেশের সঙ্গে পাকিস্তানিরাও শ্রদ্ধা জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে।

শনিবার (১৪ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দেশের খেলোয়াড়রা। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় খেলোয়াড়দের সঙ্গে প্রশিক্ষক, রেফারি, আইটিএফ রিপ্রেজেন্টেটিভ ও টুর্নামেন্ট ডিরেক্টররাও উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও অংশ নিয়েছে কম্বোডিয়া, লাওস, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ও মালদ্বীপ। মোট ২০ জন বালক ও ১৪ জন বালিকার সঙ্গে আছেন ১০ জন কোচ ও অভিভাবকও।

বিভি/এজেড

মন্তব্য করুন: