অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সিৎসিপাস

জয়ের পর স্টেফানোস সিৎসিপাসের প্রতিক্রিয়া
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন স্টেফানোস সিৎসিপাস। সেমিফাইনালে কারেন খাচানভকে হারান তিনি। প্রথম সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছেন এই তরুণ।
শুক্রবার মেলবোর্ন পার্কে রাশিয়ান কারেন খাচানভকে ৭-৬, ৬-৪, ৬-৭, ৬-৩ গেমে হারান গ্রিসের স্টেফানোস সিৎসিপাস। প্রথমগ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ তার সামনে। তৃতীয় বাছাই সিতসিপাস এই শিরোপা জিতলে উঠবেন র্যাংকিংয়ের শীর্ষস্থানে। ২০২১ সালে প্রথমবার খেলেছিলেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। নোভাক জকোভিচের কাছে হেরেছিলেন তিনি।
এদিকে ফাইনালে তার প্রতিপক্ষ হতে পারে টমি পল বা সেই পুরোনো নোভাক জকোভিচ। কেননা দ্বিতীয় সেমিতে লড়ছেন জোকার ও পল। বিজয়ীর বিরুদ্ধে খেলবেন সিৎসিপাস।
বিভি/এজেড
মন্তব্য করুন: