• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

মেসির অন্তহীন আক্ষেপ

প্রকাশিত: ১৪:১৯, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মেসির অন্তহীন আক্ষেপ

ফাইল ছবি

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূর্ণ হওয়ায় ঈশ্বরের কাছে আর কিছু চাওয়ার নেই বলেছেন লিওনেল মেসি। তবে আক্ষেপ আছে দিয়াগো ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপ ট্রফি নিতে না পারার। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে মেসির হাত ধরে তৃতীয় শিরোপা জয় করে আর্জেন্টিনা। 

গত ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর প্রথম সাক্ষাৎকারে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, দিয়েগো বেঁচে থাকলে তিনিই কাপটা দিতেন। সেটা খুব দারুন ছবি হতো। স্মরনীয় হয়ে থাকতো।

ফুটবল বিশ্বকে কাঁদিয়ে ২০২০ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন আর্জেন্টিনার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক কিংবদন্তি ম্যারাডোনা। আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির মতে কাতারে বিশ্বচ্যাম্পিয়ন তকমা জেতার পর থেকে তার জীবনটাই বদলে গেছে। ঈশ্বরের কাছে আর কিছু চাওয়ার নেই বলেন মেসি। ২০১৪ সাল থেকেই বিশ্বকাপ ট্রফির জয়ের স্বপ্ন দেখে আসছিলেন তিনি। 

এরপর আরো একটি বিশ্বকাপ চলে যায়। বাড়তে থাকে অপেক্ষা। এর মধ্যে কোপা আমেরিকা জিতে নেয় আর্জেন্টিনা। অবশেষে ২০২২ বিশ্বকাপে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ক্যারিয়ারে সেরা সাফল্যও অর্জন হয় লিওনেল মেসির।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2