• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পিছিয়ে থাকা ঢাকার কাছে হারলো সাকিবের বরিশাল

প্রকাশিত: ১৭:৪০, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
পিছিয়ে থাকা ঢাকার কাছে হারলো সাকিবের বরিশাল

পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা ফরচুন বরিশালকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা ঢাকা ডমিনেটর্স। মোহাম্মদ মিথুনের হাফ-সেঞ্চুরিতে বরিশালকে হারিয়েছে ঢাকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের ৩১তম ম্যাচে ঢাকা ৫ উইকেটে হারিয়েছে বরিশালকে। ৩৬ বলে ৫৪ রান করেন মিথুন। এ ম্যাচ শেষে ১০ খেলায় ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ঢাকা। প্লে-অফে খেলার সুযোগ এখনও আছে তাদের। অন্য দিকে ৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বরিশাল।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্বান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংস শুরু করে দুই ওপেনার বিজয় ও সাইফ হাসান পাওয়ার-প্লেতে ৪১ রানের সংগ্রহ এনে দেন। সপ্তম ওভারের দ্বিতীয় বলে বরিশালের উদ্বোধনী জুটি ভাঙেন ঢাকার আফগান স্পিনার আমির হামজা। ৩টি চারে ১৯ বলে ১৫ রান করা সাইফকে শিকার করেন হামজা।

৬৬ রানের মধ্যে আরও ৩ উইকেট হারালে দলটির ওপড়র চাপ আরো বাড়ে। মিডল-অর্ডারের সাকিব ৫, ইব্রাহিম জাদরান ২ ও ইফতেখার আহমেদ ১০ রানে বিদায় নেন। সতীর্থদের যাওয়া-আসার মাঝেও এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন বিজয়। 

প্রথমবার আক্রমণে এসে বিজয়কে থামান সৌম্য সরকার। ৩৫ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪২ রান করেন ওপেনার বিজয়। এরপর জুটি বাধেন মাহমুদুল্লাহ ও সালমান হোসেন। শরিফুল ইসলামের বলে আউট হন মাহমুদুল্লাহ। এর আগে ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করেন তিনি। মাহমুদুল্লাহর বিদায়ে উইকেটে এসে ঐ ওভারের শেষ তিন বলে ২টি ছয় ও ১টি চার মারেন আফগানিস্তানের করিম জানাত। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল। 

১৫৭ রানের জবাবে ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। প্রথম ৬ ওভারে ৫৫ রান তুলেন তারা। অষ্টম ওভারে দলীয় ৭৪ রানে আউট হন সৌম্য। বরিশালের জানাতের বলে বিদায় নেন ২২ বলে বার বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ৩৭ রান করা সৌম্য। 

সৌম্য ফিরলেও মিথুনের ব্যাটে চড়ে ১১তম ওভারেই ঢাকার রান তিন অংকের কোটা স্পর্শ করে। ঐ ওভারেই চার মেরে ৩৩ বলে এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান মিথুন।

১২তম ওভারে বরিশালের স্পিনার সানজামুল ইসলামের বলে লেগ বিফোর আউট হয়ে থামেন ৩৬ বল খেলে ৫৪ রান করা মিথুন।  তিন নম্বরে নামা আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে আসে ২১ বলে ২৬। মামুনের বিদায়ের পর চতুর্থ উইকেটে ১৯ বলে ২৯ রান তুলে ঢাকার জয়ের পথ সহজ করেন নাসির ও ইংল্যান্ডের অ্যালেক্স ব্লেক জুটি।
 
১৮তম ওভারে ব্লেককে ১৫ ও আরিফুল হককে ১ রানে শিকার করেন সাকিব। এতে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হলেও, ১৯তম ওভারে ৪ রানের প্রয়োজন মিটিয়ে জয়ের স্বাদ পায় ঢাকা। ২টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ২০ রান করেন নাসির। ২ রানে অপরাজিত থাকেন আফগানিস্তানের উসমান ঘানি। বরিশালের সাকিব ১৮ রানে ও সানজামুল ৩৫ রানে ২টি করে উইকেট নেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2