• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ

প্রকাশিত: ০৮:২৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ০৮:২৮, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ

গতবছরই ওয়ান ডে থেকে অবসর নেন, এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকেও বিদায় জানালেন অস্ট্রেলিয়ার সব থেকে সফল ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। টেস্ট খেলেন না, ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন একবছর আগে। এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন অ্যারন ফিঞ্চ। দেশের জার্সি চিরতরে তুলে রাখার কথা ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার সব থেকে সফল টি-২০ ক্যাপ্টেন।

গতবছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের পরেই ফিঞ্চ জানিয়েছিলেন যে, বিগ ব্যাশ লিগের সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করবেন। যেহেতু অস্ট্রেলিয়ার সামনে কোনও টি-২০ সিরিজ নেই, তাই ফিঞ্চের অবসর নেওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছিল। শেষমেশ সেটাই সত্যি প্রমাণিত হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সব ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন তিনি।

দেশের হয়ে আর মাঠে নামবেন না বটে, তবে ফিঞ্চ বিগ ব্যাশ লিগ খেলা চালিয়ে যাবেন। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর টি-২০ লিগে মাঠের নামার সম্ভাবনাই খোলা রয়েছে।

ফিঞ্চের আন্তর্জাতিক ক্যারিয়ার:

টেস্ট: অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্টে ২৭৮ রান করেন অ্যারন ফিঞ্চ। হাফ-সেঞ্চুরি ২টি।

ওয়ান ডে: দেশের জার্সিতে মোট ১৪৬টি ওয়ান ডে খেলেন ফিঞ্চ। ১৭টি শতরান ও ৩০টি অর্ধশতরানসহ ৫৪০৬ রান করেছেন তিনি।

টি-২০: অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১০৩টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নামেন ফিঞ্চ। ২টি শতরান ও ১৯টি অর্ধশতরানসহ ৩১২০ রান করেন তিনি।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2