• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বেতন না পেয়ে অদ্ভূত কাণ্ড ঘটালেন বিপিএলের কোচ

প্রকাশিত: ১৯:০৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বেতন না পেয়ে অদ্ভূত কাণ্ড ঘটালেন বিপিএলের কোচ

এখনো শেষ হয়নি বিপিএলের নবম আসর। তবে খাতা কলমে টুর্নামেন্ট শেষ হয়েছে ঢাকা ডমিনেটর্সের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরে নিজেদের ভাগের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে ঢাকা। তবে ম্যাচ শেষে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন ঢাকার কোচ চামিন্দা ভাস।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য সবকিছু তৈরি থাকলেও অনুষ্ঠান শুরু হতে দেরি হলো। ঢাকা ডমিনেটর্সের সব ম্যাচ শেষ হওয়ায় দলটি আনুষ্ঠানিক ফটোসেশন শুরুর প্রস্তুতি নিচ্ছিলো। গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির সামনেই বসানো হলো চেয়ার, তাতে বসলেন ক্রিকেটাররা। পেছনে দাঁড় করানো হলো আরেক সারি। তবে কোনোটিতেই ছিলেন না ঢাকার কোচ চামিন্দা ভাস। এই লঙ্কান কিংবদন্তিকে টুর্নামেন্ট শুরুর আগেই কোচ হিসেবে উড়িয়ে এনেছিল তারা।

শুধু তাই নয় চামিন্দা ভাসের মতো ড্রেসিং রুমে থাকলেও দলের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেননি দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি ও ফিল্ডিং কোচও।  

একটি সূত্র নিশ্চিত করেছে, পেমেন্ট সংক্রান্ত অসন্তোষের কারণেই ঢাকার কোচিং স্টাফ ফটোসেশনে আসেননি। 

এ ব্যাপারে জানতে ম্যানেজার অপির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক নাসির হোসেন সংবাদ সম্মেলনে জানান, ক্রিকেটারদের আর্থিক বিষয়েও জটিলতা ছিল, কিন্তু নিয়ম অনুযায়ীই টাকা পেয়েছেন সবাই। হয়তো কারো কারো ২৫ শতাংশ বাকি আছে। তবে বিপিএল শেষ হলে বাকি এক মাসের মধ্যেই বাকি পেমেন্ট দিয়ে দেবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2