বিপিএল ফাইনাল: দেখুন কুমিল্লা-সিলেটের সম্ভাব্য একাদশ
আজ পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এবারের আসর। শিরোপা নিষ্পত্তির ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মাশরাফি বিন মুর্তজা বিপিএলের আট আসরে চারবারই ট্রফি হাতে তুলেছেন। মাশরাফি এবার আরও একটি ফাইনালে নামার অপেক্ষায়। বিপিএলের দ্বিতীয় সফলতম অধিনায় ইমরুল কায়েস। এই বাঁহাতি ব্যাটসম্যানের নেতৃত্বে দুবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। এবার খেলবে টানা দ্বিতীয় এবং সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয় ফাইনাল।
টুর্নামেন্টের ১১তম ম্যাচের পর থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটিও ম্যাচ হারেনি। তারা তাদের শেষ মিটিংয়ে স্ট্রাইকারদের সহজে পরাজিত করেছে এবং এই ম্যাচে তাদের ট্রফি রক্ষায় খুব আত্মবিশ্বাসী করেছে।
সিলেট স্ট্রাইকার্সের মৌসুমের শেষটা অসামঞ্জস্যপূর্ণ হলেও মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে ক্লোজ খেলায় অসাধারণ পারফর্ম করেছে। এই ফাইনালে জিততে হলে তাদের সেরাটা দিতে হবে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্স বিপিএল ফাইনাল ম্যাচটি জিটিভি, সনি লিভ, জিও সুপার, উইলো টিভি এবং নাগরিক টিভিতে সরাসরি দেখানো হবে। এছাড়া দারাজ ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশিরা বিপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচটি লাইভ স্ট্রিম দেখতে পারবেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভ্যাব্য একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), সুনীল নারিন, জনসন চার্লস, মঈন আলী, মোসাদ্দেক হোসেন, জাকের আলী (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম
সিলেট স্ট্রাইকার্স সম্ভ্যাব্য একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রায়ান বার্ল, রুবেল হোসেন থিসারা পেরেরা, তানজিম হাসান সাকিব, জর্জ লিন্ডে, লুক উড
বিভি/এজেড




মন্তব্য করুন: