তুর্কমেনিস্তানকে উড়িয়ে এশিয়ান কাপ শুরু করলো বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে বিধ্বস্ত করলো বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪-০ গোলে জয় পায় স্বাগতিকরা।
শুক্রবার (১০ মার্চ) ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ এইচে আগের ম্যাচে ইরানের কাছে বড় ব্যবধানে হেরেছিলো তুর্কমেনিস্তান।
প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। তবে তুর্কমেনিস্তানের রক্ষন ভাঙ্গার চেষ্টায় প্রথমার্ধের যোগ করা সময়ে সফল হয় গোলাম রব্বানী ছোটনের দল। বিরতির আগে সাফল্য পান আকলিমা।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় লাল সবুজের মেয়েরা। আবারো লক্ষ্যভেদ করেন আকলিমা। এরপর তুর্কমেনিস্তানের জালে দু’বার বল জড়ান স্বপ্না। আকলিমা ও স্বপ্নার জোড়া গোলে মোট হালি পূরণ করে ছোটনের শিষ্যরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: