• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইতিহাস গড়লো আফগানিস্তান, লজ্জায় ডুবলো পাকিস্তান

প্রকাশিত: ১৮:১৩, ২৫ মার্চ ২০২৩

আপডেট: ১৮:৫০, ২৫ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ইতিহাস গড়লো আফগানিস্তান, লজ্জায় ডুবলো পাকিস্তান

দুর্বল ভেবে নিয়মিত ক্রিকেটারদের বিশ্রামে দিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই আফগানিস্তানই তাদের নাকানিচুবানি খাওয়ালো। শুধু তাই নয়, রীতিমত হারিয়ে দিয়েছে আফগানরা। ইতিহাস গড়া জয়ে পাকিস্তানকে লজ্জায় ফেলেছে আফগানিস্তান।

শাদাব খানের নেতৃত্বে খেলতে নেমে আফগানদের বিরুদ্ধে ৯২ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় আফগানিস্তান। এই জয়ের মধ্য দিয়ে প্রতিবেশী শক্তিশালী পাকিস্তানকে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে হারাল আফগানরা। 

প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায় নিয়মিত অধিনায়ক বাবর আজম, তারকা ব্যাটসম্যান ফখর জামান ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিসহ বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

শাদাব খানকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানের রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে মাঠ ছেড়েছে পাকবাহিনী।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: