• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশের সহকারী কোচ হলেন পোথাস

প্রকাশিত: ২৩:৫৮, ৬ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
বাংলাদেশের সহকারী কোচ হলেন পোথাস

ছবি: বাসস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাস।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পক্ষ থেকে  এ কথা জানানো হয়েছে। দুই বছরের চুক্তিতে বাংলাদেশের সহকারী কোচ হয়ে কাজ করবেন ৪৯ বছর বয়সী পোথাস। আগামী মাসে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন তিনি। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে পোথাসের প্রথম অ্যাসাইনমেন্ট।

এক দশকেরও বেশি সময় ধরে কোচিং পেশার সাথে জড়িত পোথাস। ২০১৭-১৮ মৌসুমে শ্রীলংকা এবং ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজে প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের সহকারী এবং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন পোথাস। শ্রীলংকার ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। বাংলাদেশের সাথে চুক্তির আগে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের সাথে যুক্ত ছিলেন পোথাস।

খেলোয়াড়ী জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি ওয়ানডে খেলে ২৪ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার পোথাস। প্রথম শ্রেনি ও লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজারের বেশি রান রয়েছে তার।

বাংলাদেশের সাথে কাজ করার অপেক্ষায় থাকা পোথাস  বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সম্মানিতবোধ করছি। দলটিতে এখন ব্যতিক্রমী প্রতিভার গভীরতা ও বিন্যাস আছে এবং আমি বিশ্বাস করি সামনের বছরগুলো খুব রোমাঞ্চকর হবে।‘
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2