• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

উড়ছে ম্যানসিটি, টানা তিনবার লিগ শিরোপা জয়

প্রকাশিত: ০৮:৩৮, ২২ মে ২০২৩

ফন্ট সাইজ
উড়ছে ম্যানসিটি, টানা তিনবার লিগ শিরোপা জয়

শিরোপা নিয়ে ম্যানসিটির ফুটবলারদের উল্লাস

জয়েই ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন করেছে ম্যানচেস্টার সিটি। রবিবার (২১ মে) রাতে হুলিয়ান আলভারেসের একমাত্র গোলে চেলসিকে হারায় টানা তিনবারসহ নয়বারের লিগ চ্যাম্পিয়নরা। কোচ পেপ গার্দিওলার অধীনে সিটির এটি ছয় বছরে পঞ্চম লিগ শিরোপা। 

শনিবার (২০) নটিংহাম ফরেস্টের কাছে আর্সেনালের ১-০ গোলে হারে সিটির তিন ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায়।

রবিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা উদযাপনের মঞ্চ প্রস্তুত রেখেই চেলসির বিপক্ষে খেলতে নামে দলটি। গ্যালারি ভর্তি সমর্থকদের প্রানঢালা অভিনন্দনের মধ্যে প্রতিপক্ষের 'গার্ড অব অনার' নিয়ে মাঠে নামে চ্যাম্পিয়নরা।

শিরোপা নিশ্চিত হওয়ায় কোচ গার্দিওলাও একাদশ ঢেলে সাজান। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ৪-০'তে বিধ্বস্ত করা দল থেকে কেবল কাইল ওয়াকার ও মানুয়েল আকাঞ্জিকে শুরুর একাদশে রাখেন কোচ। তাতে সিটির আক্রমণে সেই গতি না থাকলেও শুরু থেকে ঠিকই আধিপত্য করে দলটি। 

আর দ্বাদশ মিনিটে কাঙ্খিত গোল তুলে নিয়ে সেই গোলেই তারা জয় নিশ্চিত করে। গোলদাতা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার আলভারেস। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে সিটি সমর্থকরা মাঠে নেমে আসে। শুরু হয় দলটির নবম লিগ শিরোপা উদযাপন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2