• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

সৌদির মাঠে গোল করেই সিজদায় রোনালদো (ভিডিও ভাইরাল)

প্রকাশিত: ১৯:৪১, ২৪ মে ২০২৩

ফন্ট সাইজ
সৌদির মাঠে গোল করেই সিজদায় রোনালদো (ভিডিও ভাইরাল)

গোলের পর রোনালদোর ‘সিউউউ’ উদযাপন দেখেনি এমন মানুষের সংখ্যা কমই। দুই হাত দুই দিকে ক্রস ভঙ্গিতে নিয়ে উল্টো দিকে লাফিয়ে হাত ছুঁড়ে যে উদযাপন করেন, সেটাই সিআর সেভেনের সিগনেচার উদযাপন। কিন্তু এবার দেখা গেল অন্য রোনালদোকে। গোলের পর লুটিয়ে পড়লেন সিজদায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও।

এখন ইউরোপ কিংবা আমেরিকার ক্লাবে নয়, পবিত্র ভূমি সৌদি আরবে খেলছেন রোনালদো। ‘যস্মিন দেশে যদাচার’ প্রবাদটার মতো সেখানকার সংস্কৃতিও পেয়ে বসেছে তাকে। তাই তো সৌদির ক্লাব আল নাসরের হয়ে গোল করার পর সিজদা দেন তিনি। যেটা মুসলিম রাষ্ট্র হিসেবে সৌদি আরবের সংস্কৃতি। 

মঙ্গলবার (২৩ মে) রাতে সৌদির লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল শাবাবের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিল আল নাসের। এরপর ঘুরে দাঁড়িয়ে রোনালদোর দুর্দান্ত গোলে ম্যাচ জিতে নেয় আল নাসর। ম্যাচের ৫৯তম মিনিটে নাসরকে জয় এনে দেওয়া গোলটি করেন রোনালদো।

 

ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া সেই গোলের পর নিজের চেনা উদযাপনের পাশাপাশি লম্বা সময় সতীর্থদের আলিঙ্গনে থাকেন তিনি। এরপরই সিজদা দিয়ে আরও এক দফায় গোল উদযাপন করেন রোনালদো। সৌদি প্রো লীগে ১৫ ম্যাচ খেলে এটি রোনালদোর ১৪তম গোল।

রোনালদোর গোলে পাওয়র জয়ের পর লীগে শিরোপা জেতার আশা এখনও টিকে রইলো আল নাসরের। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এখনও শিরোপা জয়ের দৌড়ে ফেবারিট আল ইত্তিহাদ। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত