• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জুনিয়র এশিয়া কাপ হকি: আজ মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

প্রকাশিত: ১০:৫২, ২৫ মে ২০২৩

ফন্ট সাইজ
জুনিয়র এশিয়া কাপ হকি: আজ মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

মেন'স জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য প্রিন্স লাল সামন্তদের। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। 

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে হারিয়ে মনোবলে চাঙ্গা বাংলাদেশের যুবারা। শক্তিশালি মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত তারা।

আগের ম্যাচে মালয়েশিয়া ৮-১ গোলে একরকম উড়িয়ে দিয়েছে উজবেকিস্তানকে। ছোট ছোট পাসে খেলে দলটি। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে শিষ্যদের দফায় দফায় ভিডিও ক্লাস করিয়েছেন কোচ মামুন উর রশিদ। মালয়েশিয়ার বিপক্ষে আক্রমণাত্মক খেলার পরিকল্পনা কোচের। তবে দলের খেলোয়াড়দের প্রতি পরামর্শ চাপ না নেয়ার।

পরিসংখ্যানে সর্বশেষ ২০১৫ জুনিয়র এশিয়া কাপে মালয়েশিয়ার কাছে বড়ো ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।   

বিভি/রিসি

মন্তব্য করুন: