• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মৌসুম শেষ না করেই ক্লাব ছাড়লেন ইনিয়েস্তা

প্রকাশিত: ১৭:০৭, ২৫ মে ২০২৩

ফন্ট সাইজ
মৌসুম শেষ না করেই ক্লাব ছাড়লেন ইনিয়েস্তা

বার্সেলোনায় দেড় যুগেরও বেশি সময় খেলার পর জাপানিজ ক্লাব ভিসেল কোবে'তে ২০১৮ সালে যোগ দেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তবে চলতি মৌসুমের শেষ পর্যন্ত জাপানিজ ক্লাবৃটির সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও, মৌসুমের মাঝ পথেই ক্লাব ছাড়লেন সাবেক বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডার। আগামী ১ জুলাই ভিসেল কোবে'র হয়ে শেষ ম্যাচটি খেলবেন ইনিয়েস্তা।

২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনায় বর্ণাঢ্য ক্যারিয়ারের পর জাপানিজ ক্লাব ভিসেল কোবে'তে খেলার আগ্রহ দেখান। ২০১৮ সালে জাপানিজ ক্লাবটির সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিলেন তিনি। এরপর আরও দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ান তিনি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়ছেন এই মিডফিল্ডার।

ইনিয়েস্তার ক্লাব ভিসেল কোবে এক বিবৃতিতে জানায়, 'আক্ষেপ নিয়ে আমরা ঘোষণা করছি যে, আমাদের ক্লাব থেকে চলে যাচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। এখানে যোগ দেওয়ার পর ৫ বছর ধরে তিনি ভিসেল কোবে'তে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ইনিয়েস্তার প্রতি আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।'

এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩৯ বছর বয়সী এই ফুটবলার বলেন, 'সবসময়ই ভেবেছি, এই ক্লাবে থেকেই আমি অবসরে যাব। তবে যেভাবে চেয়েছি সেভাবে সবকিছু এগোয়নি। দলে অবদান রাখতে গত কয়েক মাসে আমি কঠোর অনুশীলন করেছি। তবে উপলব্ধি করতে পারছিলাম যে, কোচের ভাবনা এখন ভিন্ন।'

জাপানিজ ক্লাবটিকে বিদায় জানালেও, 'এখনই অবসরে যে যাচ্ছেন না ইনিয়েস্তা তাও নিশ্চিত করলেন। সাংবাদিকদের ইনিয়েস্তা বলেন, 'বাকি ম্যাচগুলো ভালো খেলে আগে এখানে ভালোভাবে শেষ করতে চাই। এরপর দেখব, সামনে বিকল্প কী আছে। আমি খেলা চালিয়ে যেতে চাই এবং মাঠে সক্রিয় থেকেই বিদায় নিতে চাই। এখানে থেকে তা করা কঠিন। এজন্যই উপযুক্ত কোনো ক্লাব খুঁজে নিতে চাই, যেখানে আমি খেলে অবসের যেতে পারব।'

২০১৮ সালে কোবে'তে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১৩৩টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। এই ক্লাবের হয়ে জিতেছেন ২০১৯ এম্পেরর’স কাপ ও ২০২০ সালে জাপানিজ সুপার কাপ।    

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2