জয়োৎসব করে শিরোপা ঘরে তুললো বার্সেলোনা

চার ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা নিশ্চিত হওয়ার পর একটু খেই হারায় বার্সেলোনা। পরপর দুই ম্যাচ হারে। কিন্তু লিগের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে শিরোপা উৎসবে মেতেছে কাতালানরা।
ন্যু ক্যাম্পে মৌসুমের শেষ ম্যাচ জয়ে রাঙ্গিয়েছে বার্সেলোনা। রবিবার (২৮ মে) রাতে মায়োর্কাকে ৩-০'তে উড়িয়ে দেয় স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নরা। জয়ে ফিরতে মরিয়া লিগ চ্যাম্পিয়নরা ঘরের মাঠে ম্যাচের শুরুতেই মায়োকার্কে চেপে ধরে।
প্রথমার্ধে আনসু ফাতি জোড়া গোল করার পর দ্বিতীয়ার্ধে গাভির লক্ষ্যভেদে ৩-০'তে জয় পায় জাভি হার্নান্দেসের দল। ৩৭ খেলায় ৮৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদকে ১১ পয়েন্ট পেছনে রেখেছে বার্সা।
বিভি/এজেড
মন্তব্য করুন: