• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে হারলো ম্যানসিটি

প্রকাশিত: ১৩:১০, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে হারলো ম্যানসিটি

স্বপ্নের মতো মৌসুম চলছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে হোঁচট খেয়েছে দলটি। রবিবার (২৮ মে) রাতে ইংলিশ প্রিমিয়ারে ব্রেন্টফোর্ডের কাছে ১-০'তে হেরে লিগ শেষ করেছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 

আগেই শিরোপা নিশ্চিত হওয়ায় এই হারে তেমন প্রভাব পড়েনি। কিন্তু ইউসিএলের ফাইনালের আগে এই হার মনোবলে কোনো প্রভাব ফেলবে কীনা তা নিয়ে চিন্তিত ভক্তরা।

ব্রেন্টফোর্ডের মাঠে ৩৮ খেলায় ৮৯ পয়েন্ট নিয়ে আর্সেনালকে পাঁচ পয়েন্ট দূরে রেখেই লিগ শেষ করলো সিটি। শেষ রাউন্ডে এভারটন ঘরের মাঠে বোর্নমাউথকে ১-০'তে হারিয়ে টিকে গেছে প্রিমিয়ার লিগে। এভারটনের জয়ে লেস্টার সিটি ২-১'এ ওয়েস্ট হামকে হারিয়েও অবনমনে নেমেছে। সেখানে সঙ্গী তাদের লিডস ইউনাইটেড ও সাউদাম্পটন। 

আগামী ১১ জুন তুরস্কের ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে ম্যানসিটি ও ইন্টার মিলান।

বিভি/এজেড

মন্তব্য করুন: