• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আফগানদের বিপক্ষেও নেই মাহমুদউল্লাহ

প্রকাশিত: ১৩:৩৮, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
আফগানদের বিপক্ষেও নেই মাহমুদউল্লাহ

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সাদা বলের ক্রিকেটে দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবার ঘরের মাঠে আফগানিস্তানের সিরিজ দিয়ে ফেরার সম্ভাবনা ছিল রিয়াদের। সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

পবিত্র হজ পালনের জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন রিয়াদ। সব কিছু ঠিক থাকলে আগামী ২২ জুন হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। ৫ জুলাই হজ পালন করে দেশে ফেরার কথা রয়েছে তার। 

অন্য দিকে আজ থেকে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল টাইগারদের। কিন্তু স্কোয়াডে থাকা সবাই এদিন অনুশীলনে দেখা যায়নি। তবে সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন কাজ করতে দেখা গেছে এবাদত হোসেন, তাইজুল ইসলামদের।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন,এই অনুশীলনে অবশ্য মাহমুদউল্লাহর থাকার কথা ছিল না। এই ক্যাম্পে ডাকা হয়নি তাকে। 'না (স্কোয়াডে নেই), থাকলে তো দেখতেন।'    

 

বিভি/এসকে/রিসি 

মন্তব্য করুন: