• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

আইপিএল ফাইনাল: চেন্নাইয়ের বিপক্ষে গুজরাটের উড়ন্ত সূচনা

প্রকাশিত: ২০:২৮, ২৯ মে ২০২৩

আপডেট: ২০:৫০, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
আইপিএল ফাইনাল: চেন্নাইয়ের বিপক্ষে গুজরাটের উড়ন্ত সূচনা

রিজার্ভ ডে’তে শুরু হওয়া আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংস।  গুজরাটের দুই উদ্বোধনী ব্যাটার ঋদ্ধিমান শাহ ও শুভমন গিল ব্যাটিং দৃঢ়তায় পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা করেছে তারা।  

সোমবার (২৯ মে) ১৬তম আইপিএলের ফাইনাল অনুষ্ঠিক হচ্ছে। এরিপোর্ট লেখা পর্যন্ত গুজরাটের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪.৪ ওভারে ৪৬ রান। ব্যাট করছেন ঋদ্ধিমান শাহ ২৫ ও শুভমন গিল ২৪ রানে। 

গত আসরের চ্যাম্পিয়ন দল গুজরাটের অধিনায়ক হার্ডিক পান্ডিয়াও জানিয়ছেন, টস জিতলে তিনিও শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন। তবে টস জেতা নিয়ে তিনি চিন্তিত নন। 

এর আগে রবিবার বৃষ্টির কারণে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু সম্ভব হয়নি। তবে সোমবার সারাদিন আকাশ পরিষ্কার ছিল। গত রাতের বৃষ্টির পর আর বৃষ্টি নামেনি। 

গুজরাট টাইটান্স: ঋদ্ধিমান শাহ, শুভমন গিল, সাই সুদর্শন, হার্ডিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নুর আহমেদ, মোহাম্মদ শামি। 

চেন্নাই একাদশ: ঋতুরাজ গাইকোয়াড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, মঈর আলী, আম্বাতি রাইডু,রবিন্দ্র জাদেজা, এমএস ধোনি, দিপক চাহার, মাথিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, মাহিশ থিকসানা।

বিভি/ এইচএস

মন্তব্য করুন: