• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আরেকটি ইতিহাস গড়লেন ধোনি

প্রকাশিত: ২১:০১, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
আরেকটি ইতিহাস গড়লেন ধোনি

আইপিএলের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস। রবিবার বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। আজ সোমবার (২৯ মে) রিজার্ভ ডে’তে নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে খেলা। আর ম্যাচে টস করতে নেমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সোমবার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে চারবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস। ম্যাচের আগে টস জিতেছেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি এবং গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

এই ম্যাচে মাঠে নেমেই আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছেন ধোনি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে ২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন ভারতের সাবেক এই অধিনায়ক।

এছাড়া আইপিএল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১১তম ফাইনালে খেলতে নেমেছেন ধোনি। ১০টি ফাইনাল চেন্নাইয়ের সঙ্গে, অন্য একটি রাইজিং পুনে সুপারজায়ান্ট। ২০১৭ সালের ফাইনালে পুনের জার্সিতে স্টিভ স্মিথের অধীনে খেলেন তিনি।

অনেকের মতে, এটা ধোনির শেষ আইপিএল ম্যাচ। তাই আহমেদাবাদের দর্শক গ্যালারি কানায় কানায় পূর্ণ। এক লাখের বেশি দর্শক এসেছেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুজরাট পাওয়ার প্লের -- ওভারে ১ উইকেটে ১০৭ রান সংগ্রহ করেছে। ১৯ রানে সাই সুদর্শন ও হৃদিমান সাহা ৪৮ রানে অপরাজিত রয়েছেন। এর আগে ব্যাক্তিগত ৩৬ রানে আউট হন শুভমান গিল। 

বিভি/ এইচএস

মন্তব্য করুন: