আইপিএল ফাইনাল: বৃষ্টির পর আবারও খেলা শুরু, চেন্নাইয়ের সামনে নতুন লক্ষ্য

আইপিএল ফাইনাল
বৃষ্টির কারণে বন্ধ থাকার পর আবারও শুরু আইপিএল-এর ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া। ১৬তম আসরের শিরোপা জিততে চেন্নাই সুপার কিংসকে ২১৫ রানে জয়ের টার্গেট দিয়েছিল গুজরাট টাইটানস।
২১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ বলে ৪ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। এরপরই নামে বৃষ্টি। আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়েছে। বৃষ্টি আইনে নতুন লক্ষ্য দাঁড়িয়েছে চেন্নাইয়ের সামনে। ১৫ ওভারে করতে হবে ১৭১ রান।
সোমবার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় শিরোপা নির্ধারনী ম্যাচটি। টসে জিতে চেন্নাই অধিনায়ক ধোনী গুজরাটকে ব্যাট করতে পাঠায়।
আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল রোববার। বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা না যাওয়ায় সোমবার রিজার্ভ ডে'তে অনুষ্ঠিত ম্যাচটি।
বিভি/জোহা
মন্তব্য করুন: