• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী

প্রকাশিত: ১৫:১৮, ৩০ মে ২০২৩

ফন্ট সাইজ
আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী

ফেডারেশন কাপের হাইভোল্টেজ ফাইনাল আজ। মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। মর্যাদার লড়াইয়ে শিরোপায় চোখ দুই দলের। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল সোয়া তিনটায় শুরু হবে শিরোপার লড়াই। 

মোহামেডান-আবাহনীর ধ্রুপদি লড়াই দেশের ফুটবলের এল ক্লাসিকো। ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি দুই ঐতিহ্যবাহী দল। মর্যাদার লড়াইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্নায়ুচাপ। সবশেষ প্রিমিয়ার লিগে চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে সানডেদের সাথে সাজ্জাদ, ইমনরা কোচ আলফাজের বড় ভরসা। প্রতিপক্ষকে সমীহ করেই রণকৌশল সাজিয়েছেন মোহামেডান কোচ।

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর কোচ মারিয়ো লেমস প্রতিপক্ষকে কোন সুযোগ দিতে চান না। কলিন্দ্রেস, নাঈম, সোহেলদের নিয়ে অলআউট খেলার পরিকল্পনা তার। ইনজুরির কোনো সমস্যা নেই দুই দলে। চ্যাম্পিয়ন হলে মোহামেডান যেমন প্রত্যেক ফুটবলারকে এক লাখ টাকা করে দেবে, আবাহনীর খেলোয়াড়রাও তেমনি পাবেন বিশেষ পুরস্কার। জাতীয় দলের সাবেক অধিনায় মামুনুলের মতে, মোহামেডান-আবাহনীর ম্যাচটি ঘরোয়া ফুটবলের ঐতিহ্য ও জৌলুস ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

বিভি/রিসি

মন্তব্য করুন: