• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আরও একবার শ্রেষ্ঠত্ব দেখালো সেভিয়া

প্রকাশিত: ১১:৪৮, ১ জুন ২০২৩

ফন্ট সাইজ
আরও একবার শ্রেষ্ঠত্ব দেখালো সেভিয়া

উয়েফা ইউরোপা লিগে আরও একবার শ্রেষ্ঠত্ব দেখালো সেভিয়া। রোমার স্বপ্ন চূর্ণ করে সপ্তমবার ইউরোপের দ্বিতীয় সেরা এই ট্রফি হাতে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পায় সেভিয়া।

ইউরোপা লিগে এর আগে ছয়টি ফাইনাল খেলে সবগুলোই জিতেছে সেভিয়া। সেই আত্মবিশ্বাসে বুধবার (৩১ মে) হাঙ্গেরির বুদাপেস্টে রোমার বিপক্ষে আরেকটি ফাইনাল খেলতে নামে হোসে মেন্দিলিবারের দল। পুসকাস অ্যারেনায় আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ফাইনালের ৩৫ মিনিটে এগিয়ে যায় ইতালির ক্লাবটি।

গোলদাতা আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। খেলায় ফিরতে মরিয়া সেভিয়া দ্বিতীয়ার্ধে সফল হয় প্রতিপক্ষের ডিফেন্ডার মানচিনির আত্মঘাতি গোলে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় দুই দলই সুযোগ নষ্ট করার সঙ্গে ভাগ্যের ফেরে ব্যবধান বাড়াতে পারেনি। টাইব্রেকারে একচেটিয়া আধিপত্য সেভিয়ার। প্রথম চার শটের প্রতিটি লক্ষ্যে পাঠিয়ে শিরোপার উৎসবে মাতে রেকর্ড চ্যাম্পিয়নরা। জয়ের ব্যবধান ৪-১। ইউরোপ সেরায় দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচ ফাইনালের সবগুলোতে হাসতে পারা রোমার কোচ মরিনহো প্রথম ব্যর্থ হলেন। ১৯৯১ সালের রানার্সআপদের প্রথম শিরোপার অপেক্ষাও দীর্ঘ হলো

বিভি/রিসি

মন্তব্য করুন: