জুনিয়র এশিয়া কাপ হকি: আজই শেষ ম্যাচ বাংলাদেশের
ওমানে মেন'স জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ আজ শেষ ম্যাচ খেলবে। প্রতিপক্ষ জাপান। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচটি।
অনূর্ধ্ব-২১ বয়সী যুবাদের এই টুর্নামেন্ট থেকে হতাশা নিয়েই বিদায় ঘটছে বাংলাদেশের। তিন মাসের লম্বা প্রস্তুতিতে আত্মবিশ্বাস বাড়িয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখেছিলো কোচ মামুন উর রশিদের দল। কিন্তু স্বাগতিক ওমানকে হারিয়ে শুভ সূচনার পর উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেও মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে হারে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে যায় প্রিন্স লাল সামন্তরা।
খেলতে হয় স্থান নির্ধারণী ম্যাচ। সেখানে মঙ্গলবার থাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ।
বিভি/রিসি
মন্তব্য করুন: