মেসিকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিলেন নেইমার

মেসিকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিলেন নেইমার
ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। চিরবৈরী হয়েও চরম বন্ধুত্ব দুই দেশের দুই ফুটবল সুপারস্টার লিওনেল মেসি ও নেইমারের। ক্লাব ফুটবল থেকে দু’জনের মধ্যে গড়ে উঠেছে সখ্যতা। পিএসজি থেকে মেসির বিদায় নেওয়ার পর আবারও আবেগী হয়ে পড়েছেন নেইমার।
মেসিকে নিয়ে নিজের ফেসবুকে দিয়েছেন আবেগী এক স্ট্যাটাস। শনিবার (৩ জুন) পিএসজিতে নিজের শেষ ম্যাচ খেলেছেন মেসি। আর রবিবার (৪ জুন) মেসির বিদায় নিয়ে স্ট্যাটাসটি দিয়েছেন নেইমার।
নেইমার লিখেছেন, ভাই... আমরা যেমন ভেবেছিলাম তেমনটা হয়নি। কিন্তু আমরা এক সাথে থাকার সব চেষ্টা করেছি। তবে তোমার সাথে আরও ২ বছর ভাগ করে নিতে পেরে আনন্দিত আমি।
মেসির নতুন ক্লাবে যাওয়াকে স্বাগত জানিয়ে নেইমার লিখেছেন, তোমার নতুন পথে শুভকামনা। সব সময় সুখী থাকো। আমি তোমাকে ভালোবাসি ❤️ লিও মেসি।
মূলত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় থাকাকালীন নেইমার-মেসির সখ্যতা তৈরি হয়। নেইমার পিএসজিতে চলে আসার পর বিচ্ছেদ ঘটেছিল। আবার মেসি যখন পিএসজিতে আসেন, তখন আবারও একই ড্রেসিংরুম হয় মেসি-নেইমারের।
বিভি/এজেড
মন্তব্য করুন: