ডব্লিউডব্লিউই রিংয়ে দুই দশকের রাজত্ব শেষ, অবসর নিলেন জন সিনা
গত বছরই রেসলিংকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন জন সিনা। অবশেষে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ডব্লিউডব্লিউই রিংয়ে তার দীর্ঘ দুই দশকের যাত্রা। ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ গান্থারের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামেন ১৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে বিদায়টা রাঙানো হলো না জয়ে—বরং ট্যাপ আউট করে হার মানতে হলো সিনাকে, যা তার দীর্ঘ ক্যারিয়ারে এক বিরল ও বিস্ময়কর মুহূর্ত।
এমন পরিণতি মেনে নিতে পারেননি অনেক দর্শক। ক্যাপিটাল ওয়ান এরেনায় উপস্থিত দর্শকদের একটি অংশ হতভম্ব, আরেক অংশ ক্ষোভ প্রকাশ করেন। ম্যাচ শেষে গান্থারকে তীব্র দুয়োর মুখে পড়তে হয় এবং বাড়তি নিরাপত্তার মধ্যেই তাকে মঞ্চ ছাড়তে হয়।
ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল চরমে। প্রথমে রিংয়ে প্রবেশ করেন গান্থার, সঙ্গে সঙ্গেই গ্যালারিতে ওঠে দুয়োর ঝড়। কিছুক্ষণ পর জন সিনা রিংয়ে আসতেই তার পরিচিত থিম মিউজিকে গর্জে ওঠে পুরো এরেনা। শেষবারের মতো রিংয়ে নামা প্রিয় তারকাকে দেখে আবেগে ভাসেন দর্শকরা।
লড়াইয়ের বড় একটা সময় জুড়ে আধিপত্য রাখেন গান্থার। যদিও সিনা তার চেনা ফাইভ নকল শাফল ও এসটিএফসহ একাধিক ট্রেডমার্ক মুভে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দ্রুতই পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেন গান্থার। স্লিপার হোল্ডে সিনাকে প্রায় অচেতন করে ফেলে শেষ পর্যন্ত ট্যাপ আউট করাতে বাধ্য করেন তিনি।
ম্যাচ শেষে আবেগঘন মুহূর্ত তৈরি হয় রিংয়ে। কার্ট অ্যাঙ্গল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যাম, ট্রিশ স্ট্রাটাস ও মিশেল ম্যাকুলসহ বেশ কয়েকজন কিংবদন্তি রেসলার সিনাকে সম্মান জানাতে রিংয়ে আসেন। বড় পর্দায় ভেসে ওঠে তার দীর্ঘ ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো।
বিদায়ের প্রতীক হিসেবে রিংয়ের মাঝখানে নিজের বুট রেখে দেন জন সিনা। ক্যামেরার দিকে তাকিয়ে সামরিক স্যালুট দিয়ে দর্শকদের উদ্দেশে বলেন, “এত বছর আপনাদের জন্য লড়াই করতে পেরে আমি গর্বিত। ভালোবাসার জন্য ধন্যবাদ।”
চূড়ান্ত মুহূর্তে এরেনা জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। এর মধ্য দিয়েই ডব্লিউডব্লিউই রিংয়ে শেষ হলো জন সিনার এক স্মরণীয় অধ্যায়।
বিভি/এজেড




মন্তব্য করুন: