• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শুক্রবার মাঠে গড়াবে প্রথম হকি চ্যাম্পিয়ন্স, ট্রফি উন্মোচিত

প্রকাশিত: ২০:১৭, ২৭ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
শুক্রবার মাঠে গড়াবে প্রথম হকি চ্যাম্পিয়ন্স, ট্রফি উন্মোচিত

দেশে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুক্রবার (২৮ অক্টোবর) শুরু হবে ফ্যাঞ্চাইজি ভিত্তিক হকি টুর্নামেন্টের এই ট্রফি। এর আগে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো হকি চ্যাম্পিয়ন্সের ট্রফি। মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামের টার্ফে উন্মোচন করা হয় ট্রফি।

দেশের ঐতিহাসিক এ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ছয়টি দল- একমি চট্টগ্রাম, মেট্রো এক্সপ্রেস বরিশাল, মোনার্ক মার্ট পদ্মা, রূপায়ন সিটি কুমিল্লা, সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা এবং ওয়াল্টন ঢাকার অধিনায়করা বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) আয়োজিত টুর্নামেন্টের এই ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচনের পর জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর আশাবাদ ব্যক্ত করেন ছয় দলের অধিনায়করা। 

আগামীকাল শুক্রবার উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬ টায় দিনের প্রথম ম্যাচে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনার মোকাবেলা করবে একমি চট্টগ্রাম। রাত সোয়া ৮টায় রূপায়ন সিটি কুমিল্লা প্রতিদ্বন্দ্বিতা করবে সাকিব আল হাসানের মালিকানাধীন দল মোনার্ক মার্ট পদ্মার সঙ্গে।

মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়াম থেকে দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস।

বিভি/এজেড

মন্তব্য করুন: