• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

স্বর্ণজয়ী ইমরানুরকে সংবর্ধনা দিলো সেনাবাহিনী

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
স্বর্ণজয়ী ইমরানুরকে সংবর্ধনা দিলো সেনাবাহিনী

কাজাখস্থানে অনুষ্ঠিত ১০ম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এ স্বর্ণপদক জয়ী ইমরানুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়।

আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তার অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন ইমরানুর রহমান। তিনি বর্তমানে ১০০ মিটার স্প্রিন্টে জাতীয় রেকর্ডধারী। ইমরানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত চুক্তিভিত্তিক খেলোয়াড়, যিনি বিগত এক বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠ-পোষকতায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তার অপরিসীম অবদান রেখে যাচ্ছেন।

গত ১০ ফেব্রুয়ারি হতে ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কাজাখস্থানে অনুষ্ঠিত ত ১০ম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠ-পোষকতায় অংশগ্রহণ করে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অর্জন করার বিরল গৌরব অর্জন করেন। এটি এশিয়ান পর্যায়ে যেকোন চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের ১ম স্বর্ণপদক।

বিভি/এজেড

মন্তব্য করুন: