• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি মাঠে গড়াচ্ছে আজ

প্রকাশিত: ০৯:১৬, ১৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি মাঠে গড়াচ্ছে আজ

তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পোল্যান্ড। সোমবার (১৩ মার্চ) পল্টনে কাবাডি স্টেডিয়ামের পাশে ভলিবল স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। 

এর আগে বিকাল সাড়ে তিনটায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে তৃতীয় আসরের। এবার ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়া থেকে ১২টি দেশ অংশ নিচ্ছে টুর্নামেন্টে। ২০২১ সালে প্রথম আসরে পাঁচটি, গত বছর দ্বিতীয় আসরে আটটি দেশ অংশ নিয়েছিলো। 

দু’বারই বাংলাদেশ চ্যাম্পিয়ন, কেনিয়া রানার্সআপ হয়েছিলো। ১২টি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে প্রথম রাউন্ডে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও পোল্যান্ডের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ইরাক ও নেপাল। 

‘বি’ গ্রুপে কেনিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে লড়বে। টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপার হাতছানি বাংলাদেশের। 

গতকাল কাবাডি স্টেডিয়ামে ১২ দেশের অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উম্মোচন অনুষ্ঠানে স্বাগতিক দলের অধিনায়ক তুহিন তরফদার সেই আশার কথাই শোনান। 

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আগামীতে টুর্নামেন্টের কলেবর আরও বাড়ানোর ঘোষণা দেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: