• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বিশের আগেই ইউএস ওপেনের রাজা আলকারাজ, রানি সুয়াটেক

প্রকাশিত: ১২:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১২:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিশের আগেই ইউএস ওপেনের রাজা আলকারাজ, রানি সুয়াটেক

ইগা সুয়াটেক ও কার্লোস আলকারাজ

ইউএস ওপেনের নতুন রাজা হয়েছেন স্পেনের কার্লোস আলকারাজ। যার বয়স মাত্র ১৯। বিশে পা দেওয়ার আগে ইউএস ওপেন জিতে ইতিহাস সৃষ্টি করেছেন সদ্য কৈশোর পেরোনো আলকারেজ।

সর্বকনিষ্ঠ হিসাবে পুরুষদের টেনিসে বিশ্বের এক নম্বর হলেন তিনি। ইউএস ওপেনের ২০২২ সালের ফাইনালে আলকারাজের সামনে দাঁড়াতেই পারেননি নরওয়ের ক্যাসপার রুড।

শিরোপা নিষ্পত্তির লড়াইয়ে রুডকে ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩ গেমে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেন আলকারাজ।

ইউএস ওপেন জিতেই এটিপি র‍্যাংকিংয়ের ৪৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো টিনেজার হিসেবে উঠলেন সবার শীর্ষে। তার আগে সবচেয়ে কম বয়সে এক নম্বর হয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা লেটন হিউয়েট।

একই সঙ্গে এবারের আসরে ইউএস ওপেন পেয়েছে নতুন রানিও। সেই রানিও সদ্য কৈশোর পেরিয়েছেন। ইউএস ওপেনের নারী এককে তিউনিসিয়ার ওনস জেবুয়েরকে পরাজিত করে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যামটি জিতে নিয়েছেন ইগা সুয়াটেক। পোল্যান্ডের এই তরুণীর বয়স মাত্র ২০।

বিভি/এজেড

মন্তব্য করুন: