২২তম গ্র্যান্ডস্লাম জয়ের পথে পলের বিরুদ্ধে লড়ছেন জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককে সেমিফাইনালে লড়ছেন নোভাক জকোভিচ ও টমি পল। দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচটি। এই টুর্নামেন্টের শিরোপা নিজের করে নিলে ২২তম গ্র্যান্ডস্লামটি নিজের শোকেজে তুলবেন জোকার। পল বাধা অতিক্রম করলেই স্থান ফাইনালে। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।
মেলবোর্ন পার্কে রড লেভার অ্যারেনায় পঞ্চম বাছাই রুবলেভের বিপক্ষে ৬-১, ৬-২, ৬-৪ গেমে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ওঠেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। বছর প্রথম গ্রান্ড স্লামে স্প্যানিশ সুপারস্টার রাফায়েল নাদালের রেকর্ড ছুঁয়ে ফেলার অপেক্ষায় তিনি। আর একটি গ্র্যান্ড স্ল্যাম হলেই জিতবেন নাদালের সমান ২২টি শিরোপা।
ফাইনালে ওঠার লড়াইয়ে সাবেক নাম্বার ওয়ান জকোভিচের প্রতিপক্ষ এটিপি র্যাঙ্কিংয়ের ৩৫ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের টমি পল। স্বদেশি বেল শেলটনকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন তিনি। ক্যারিয়ারে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে ওঠেন ২৫ বছর বয়সী পল।
বিভি/এজেড
মন্তব্য করুন: