শিরোপা জিতে যাকে ভিডিও কল দিয়েছিলেন মেসি, জানা গেল পরিচয়
এক যুগেরও বেশি সময় ফুটবল বিশ্বে রাজত্ব করা লিওনেল মেসি এখন স্বীকৃত রাজা। প্রথমবার বিশ্বকাপ জয়। দীর্ঘ দিনের স্বপ্নপূরণ। গত রবিবার রাতে কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে শিরোপা নিয়ে মাঠেই ভিডিও কলে কারো সাথে কথা বলছিলেন মেসি। জানা গেল ওই ব্যক্তির পরিচয়।
জানা গেছে তিনি আর কেউ নন, তিনি মেসির ঘনিষ্ঠ বন্ধু। সেই বন্ধুকে মাঠে থেকেই ফোন করেন মেসি। সেই বন্ধুও বিশ্বকাপ খেলেছেন কিন্তু জিততে পারেননি। বার্সেলোনায় একসঙ্গেই খেলতেন তারা। তিনি হলেন লুইস সুয়ারেজ।
আরও পড়ুন:
২০২২ কাতার বিশ্বকাপ থেকে সব আক্ষেপ মিটেছে মেসির। বিশ্বকাপ মেসির হাতে। আনন্দ করছে আর্জেন্টিনা দল। আর সেই উৎসবে যোগ দিলেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। মেসি ভিডিও কল করেন তাকে।
বার্সেলোনার হয়ে ছ’টি মৌসুম একসঙ্গে খেলেছেন মেসি এবং সুয়ারেজ। ক্লাব ফুটবলে যে আক্রমণভাগকে সব থেকে ভয়ঙ্কর মনে করা হত। সেখান থেকেই বন্ধুত্ব তৈরি হয় দুই দেশের ফুটবলারের। যে বন্ধুত্ব দু’জনে ক্লাব ছাড়ার পরেও রয়ে গিয়েছে। সুয়ারেজ নিজেই ইনস্টাগ্রামে মেসির সঙ্গে ভিডিও কলের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে মেসি সুয়ারেজকে বিশ্বকাপ দেখাচ্ছেন।
আরও পড়ুন:
বিভি/এজেড
মন্তব্য করুন: