ছাদখোলা বাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল মেসিরা (ভিডিও)
৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে আনন্দে মাতোয়ারা পুরো আর্জেন্টিনা। দেশে ফেরার পর তাদেরকে দেওয়া হয়েছে ছাদখোলা সংবর্ধনা। সেই ছাদখোলা বাসেই ঘটে গেছে এক দুর্ঘটনা। তাতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মেসিরা। ভাগ্যের সহায় হয়ে বেঁচে গেছেন পাঁচ ফুটবলার।
রবিবার ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতার পর মঙ্গলবার ভোরে ট্রফি নিয়ে দেশে ফেরেন খেলোয়াড়রা। এ সময় তাদের স্বাগত জানাতে রাজধানী বুয়েন্স আয়ার্সে জড়ো হয় লাখো মানুষ।
আরও পড়ুন:
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে গন্তব্যে রওনা হন আর্জেন্টাইন ফুটবলাররা। যাওয়ার পথেই দুর্ঘটনায় পড়তে যাচ্ছিলেন মেসিরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ ঘটনার একটি ভিডিও ইএসপিএন এফসির ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।
Messi and his teammates had a close miss here ? pic.twitter.com/nQtNwE9Cpc
— ESPN FC (@ESPNFC) December 20, 2022
ভিডিওতে দেখা গেছে, বাসের ছাদের ওপর বসে আছেন লিয়ান্দ্রো পারাদেস, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। সমর্থকদের উল্লাসে সাড়া দিতে দিতে হঠাৎ সামনে চলে আসে বৈদ্যুতিক তার। এ সময় দ্রুত মাথা নামিয়ে নেন মেসিসহ বাকি চারজন। তবে মাথায় সামান্য আঘাত পান পারেদেস। তবে কোনো বিপদ ঘটেনি।
আরও পড়ুন:
বিভি/এজেড
মন্তব্য করুন: