• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সম্মাননা পেলেন নাদিয়া আফরোজ 

প্রকাশিত: ২০:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সম্মাননা পেলেন নাদিয়া আফরোজ 

বর্তমান সময়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট নাদিয়া আফরোজ। দেড় যুগেরও বেশি সময় ধরে এ পেশায় রয়েছেন তিনি। এরই মাঝে তিনি দুটি পার্লার দিয়েছেন। সেখানে কাজ করছেন নারীরা। নাদিয়া নিজে একজন নারী হয়ে অন্য নারীদের স্বাবলম্বী করতে তার এই প্রয়াস। কাজের স্বীকৃতি হিসেবে এরই মধ্যে তিনি দেশে ও বিদেশে বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি কলকাতায় চারটি পুরস্কার পেয়েছেন। এগুলো হলো গোল্ডেন বিউটি অ্যাওয়ার্ড, বিউটি টার্চ গ্র্যান্ড ফ্যাশন গ্লাম, এন্ট্রেপ্রেনিউর অ্যান্ড লিডারশিপ কনফারেন্স-২০২৩, শিনিং স্টার ট্যালেন্ট অনার্স-২০২৩। প্রথম দুটি পুরস্কার বলিউড অভিনেত্রী রিমি সেন ও টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের হাত থেকে সেরা মেকআপ আর্টিস্ট হিসেবে গ্রহণ করেন।

এ প্রসঙ্গে নাদিয়া আফরোজ বলেন, এই স্বীকৃতিগুলো একটি অসাধারণ সম্মানের। সত্যিকার অর্থেই নারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করতে উৎসাহিত করবে এই সম্মাননাগুলো। সম্মাননা প্রদান করায় কর্তৃপক্ষদের বিশেষ ধন্যবাদ। সামনে চেষ্টা থাকবে আরও ভালো কাজ করার।

জনপ্রিয় অভিনেত্রী রোজিনা, শবনম ইয়াসমিন বুবলী, মেহবুবা মাহনূর চাঁদনী, বিজরী বরকতুল্লাহ, আনিকা কবির শখ থেকে শুরু করে অসংখ্য তারকা শিল্পী নাদিয়া আফরোজের থেকে মেকআপ নিয়ে থাকেন। 

সম্প্রতি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেয়েছেন তিনি। এছাড়াও নারীদের স্বাবলম্বী করতে মেকআপ নিয়ে দেশে ও কলকাতায় নিয়মিত ক্লাস নিচ্ছেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: