• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৮ বছরের ওমরের বিস্ময়, হাফেজ হলেন মাত্র ৮ মাসে

প্রকাশিত: ১৫:৪৯, ২৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
৮ বছরের ওমরের বিস্ময়, হাফেজ হলেন মাত্র ৮ মাসে

শিশু হাফেজ ওমর ফারুক

৩০ পারা আল কুরআন হিফজ করা মুসলিমদের মধ্যে স্বাভাবিক ঘটনা। তবে অল্প বয়সে এবং কম সময়ে এই পবিত্র গ্রন্থের পুরোটা আয়ত্ত্বে এনে চমক লাগিয়ে দেন অনেকে। তেমনই এক বিস্ময়ের নাম শিশু ওমর ফারুক। বয়স মাত্র আট বছর। এই শিশু বয়সে মাত্র ৮ মাস সময় নিয়েই সম্পন্ন করেছেন পবিত্র কুরআনের হিফজ।

শিশু ওমর ফারুক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। তার বিস্ময়কর এই সাফলে মুগ্ধ শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়রা।

তার শিক্ষকরা জানান, শুরুতে তাকে দিনে দুই-তিন পৃষ্ঠা করে পড়ানো হতো। পরবর্তীতে কখনো পাঁচ আবার কখনো ১০ পৃষ্ঠা পর্যন্ত সবক দেয়া হতো। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে এই অনন্য অর্জন করেছে সে।

বিকালে অন্যান্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন সে একাগ্রচিত্তে পড়াশোনা চালিয়ে যেত। এমনকি হাফেজ হওয়ার দিনও তাকে নিয়মিত পড়তে দেখা গেছে।

তার বাবা জিয়া উদ্দিন বলেন, ‘আমার স্ত্রীর অনেক ইচ্ছে ছিল আমাদের সন্তান হাফেজ হবে। ওমর সেই ইচ্ছা পূরণ করেছে। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং ছেলের শিক্ষকদের প্রতি অনেক ধন্যবাদ জানাই।’

মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল জানান, ‘এ অর্জন আল্লাহর বিশেষ অনুগ্রহ। এত অল্প সময়ে কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটি শুধু ওমরের জন্য নয়, মাদ্রাসার জন্যও একটি বড় গর্ব।’

মুহাম্মদ ওমর ফারুক জানায়, ‘আমি খুব খুশি যে মাত্র ৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছি। বড় হয়ে আমি একজন বড় আলেম হতে চাই।’ ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে হিফজ শুরু করা ওমর ৮ মাসের মধ্যেই সম্পূর্ণ কোরআন মুখস্থ শেষ করে, যা তাকে একটি উজ্জ্বল তারকার মতো সামনে নিয়ে এসেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: