• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স পেলেন সৌদির রাষ্ট্রদূত 

প্রকাশিত: ১২:২৩, ২৮ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স পেলেন সৌদির রাষ্ট্রদূত 

কূটনীতিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সৌদি রাষ্ট্রদূতের হাতে এ পদক তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এসময় সৌদি রাষ্ট্রদূত জানান, তার সময়ে শুধু গেল পাঁচ বছরেই ২২ লাখের বেশি বাংলাদেশির কর্মীর সৌদি আরবে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বর্তমানে গড়ে চার হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দিচ্ছে দেশটি, জানান তিনি। বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সামনে আরো বাড়বে। জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আলোচনা চলছে। 

পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনীতিতে ভালো কাজকে স্বীকৃতি জানাতে এ পুরস্কার দিচ্ছে সরকার। সৌদি আরবে ফিরে যাওয়ার পর রাষ্ট্রদূত ঈসা দুহাইলানকে বাংলাদেশের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন বক্তব্য দেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: