মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আবদুল্লাহ মজুমদার
অভিবাসন খাতে অনুসন্ধানী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২৫ পেয়েছেন মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
অনলাইন গণমাধ্যম ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন আবদুল্লাহ মজুমদার। এর আগে তিনি হিজড়া জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে গণমাধ্যমে অবদানের জন্য বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের মিডিয়া ফেলোশিপ ও পর্যটন খাতে অবদানের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মিডিয়া ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত।
অনুষ্ঠানে মতবিনিময় অংশে আরও বক্তব্য রাখেন, ঢাকার ইতালি দূতাবাসের উপ-প্রধান ফেডেরিক জেমপারেলি, আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান, জেন্ডার বিশেষজ্ঞ শীপা হাফিজা, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বিভি/এজেড




মন্তব্য করুন: