• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চাইল্ড মেসেজে নিয়ামুলকে ফিরে পাওয়ার গল্প শোনাবেন বাংলাভিশনের শাকিল

প্রকাশিত: ২৩:০১, ১১ জানুয়ারি ২০২৩

আপডেট: ২৩:৩৯, ১১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
চাইল্ড মেসেজে নিয়ামুলকে ফিরে পাওয়ার গল্প শোনাবেন বাংলাভিশনের শাকিল

বাংলাভিশনের এক প্রতিবেদনে দীর্ঘদিন ধরে নিখোঁজ শিশু নিয়ামুলকে ফিরে পেয়েছে তার পরিবার। যেটি তোলপাড় তৈরি করে নেট দুনিয়ায়। এবার শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা নিয়ামুলকে ফিরে পাওয়ার গল্প শুনবেন ওই প্রতিবেদক কেফায়েত শাকিলের কাছ থেকে।

শুধু তাই নয়, বেস্ট স্টোরি হিসেবে বাংলাভিশনের কেফায়েত শাকিলকে আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) সম্মাননাও জানানো হবে বাংলা বিভাগের শিশু অধিকার ভিত্তিক জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’র পক্ষ থেকে।

জানা গেছে, এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জ্বালানী উপদেষ্টা তৌফিক ইলাহী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কাতার ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা নেটওয়ার্ক বাংলাদেশের অনলাইন প্রধান ফয়সাল মাহমুদ ও রংপুরের সমাজ কল্যাণ বালিকা বিদ্যাপতি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নাহিদা ইয়াসমিন। 

এই ব্যাপারে চাইল্ড মেসেজ বাংলা বিভাগের প্রধান ‘শিশু সাংবাদিক রোহা বলেন, সবার মতো আমাদেরও চোখে পানি এসেছে প্রতিবেদনটি দেখার পর। শুক্রবার আনুষ্ঠানিকভাবে জুম আড্ডায় আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবো বাংলাভিশনের সাংবাদিক কেফায়েত শাকিলকে। আমরা স্টোরির পেছনের গল্প শুনবো আলোচিত সংবাদের প্রতিবেদকের মুখ থেকে।

তিনি আরও জানান, চাইল্ড মেসেজ বাংলা বিভাগ থেকে একটি সম্মাননা ক্রেস্ট আমরা বাংলাভিশন টিভিতে এসে সংবাদকর্মী’র হাতে তুলে দিবো ইনশা আল্লাহ।

বিভি/এজেড

মন্তব্য করুন: