গর্ভও ধারণ করতে পারে রোবট; অসম্ভবকে সম্ভব করে দেখালেন বিজ্ঞানীরা
বংশধারাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে, জিনকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে টিকিয়ে রাখতে গেলে প্রজনন আবশ্যক। বিভিন্ন জীবে প্রজননের ধরন বিভিন্ন। কোনও কোনও জীব ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে যৌন জননের মাধ্যমে অপত্যের জন্ম দেয়। কোনও নিম্ন শ্রেণির এককোশী জীব আবার নিজেরাই দ্বিধাবিভক্ত হয়ে দু`টি অপত্য কোশের জন্ম দেয়। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে অযৌন জনন। আবার বেশ কিছু জীবের ক্ষেত্রে, বিশেষ করে গাছে, নিজের শরীরেই ওই জীবের অপত্য গজিয়ে ওঠে। যাকে বলে অঙ্গজ জনন।
০৮:৫৭ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার