গাজায় একদিনে অন্তত ৮০ জন নিহত, রক্ষা মিলছে না ত্রাণ সংগ্রহকারীদেরও

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান বাহিনীর বিমান হামলায় একদিনে অন্তত ৮০ জন নিহত হয়েছে। এছাড়াও, হামলায় অন্তত ৫৫৪ জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এদিকে, মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ছাড়িয়েছে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি।
এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দখলদার বাহিনীর বোমার শিকারদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। মোট নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৩২।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ত্রাণের খাবার নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা করছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (১ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন ৫৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৪০০ জন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: