মৃত্যুর আগে শেন ওয়ার্নের ঘরে ঢুকেছিলেন ৪ নারী
কিংবদন্তি ক্রিকেট তারকা শেন ওয়ার্নের মৃত্যু রহস্যজনক! শুক্রবার থাইল্যান্ডের একটি শহরে মারা যান। তার মৃত্যুর খবরে হতবাক হয়ে পড়ে গোটা পরিবার। তার এমন হঠাৎ চলে যাওয়া ক্রিকেটপ্রেমীদের কেউই যেন মেনে নিতে পারছেন না। এবার শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে নতুন রহস্য সামনে এলো। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর আগে চারজন থাই নারী তাঁর কো সামুইয়ের সামুজান ভিলায় এসেছিলেন। এনিয়ে নড়ে চড়ে বসেছে থাই পুলিশ।
০৯:৫৮ এএম, ৯ মার্চ ২০২২ বুধবার