• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চীনা প্রেসিডেন্টের কাছে বাইডেনের নয়া আবদার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:১৭, ১৮ মার্চ ২০২২

আপডেট: ২২:১৮, ১৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
চীনা প্রেসিডেন্টের কাছে বাইডেনের নয়া আবদার

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এই যুদ্ধে সরব না হলেও নীরবে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে চীন। বেইজিংকে পশ্চিমাদের পক্ষে টানতে প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (১৮ মার্চ) টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট চীনের কাছে একটি নতুন আবদার করেছেন। চীনা সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুদ্ধে কারো স্বার্থ নেই। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক দায়দায়িত্ব কাঁধে নেওয়া। 

এসময় বাইডেনকে জিনপিং বলেছেন, ‘রাষ্ট্র থেকে রাষ্ট্র সম্পর্ক সামরিক শত্রুতার পর্যায়ে যেতে পারে না।’

তিনি বলেছেন, ‘শান্তি ও নিরাপত্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক দায়িত্ব কাঁধে নেওয়া।’ 

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে জিনপিং রুশ প্রেসিডেন্ট পুতিনের কোনো সমালোচনা করেছেন কিনা তা জানা যায়নি। তবে বাইডেন আশা প্রকাশ করেছেন যে, জিনপিং যেন অন্ততপক্ষে রাশিয়াকে কোনো ধরনের আর্থিক সহায়তা না দেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2