• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পূজার ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়

প্রকাশিত: ১১:৪৯, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
পূজার ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়

ছবি: পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

পূজায় চার দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায়। উচ্ছসিত ব্যবসায়ীরা। হোটেল বুকিংসহ বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার। সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে ট্যুরিষ্ট পুলিশ। 

সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন পর্যকটরা। ৫ আগস্টের পর থেকে প্রায় পর্যটক শূন্য হয়ে পড়ে কুয়াকাটার সমুদ্র সৈকত। কিন্তু পুজায় বদলে যায় চিত্র। পূজায় লম্বা ছুটিতে পর্যটকদের টানতে নতুনরূপে সাজানো হয়েছে হোটেল-মোটেল রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ।

কুয়াকাটায় পর্যটক কমে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ক্ষুদ্র-মাঝারিসহ সব ধরনের ব্যবসায়ীদের। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণে নিরাপত্তা জোরদার করেছে টুরিস্ট পুলিশ।

যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ মানসম্মত পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সরকারের পৃষ্ঠপোষকতা বাড়নোর দাবি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

বিভি/এআই

মন্তব্য করুন: