• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শীতে পর্যটকদের আনাগোনা বেড়েছে বান্দরবানে

এস এম ফয়েজ

প্রকাশিত: ২০:১৫, ২২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:২০, ২২ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
শীতে পর্যটকদের আনাগোনা বেড়েছে বান্দরবানে

ছবি: রুংরাং চূড়া থেকে ক্রিসতং এর দৃশ্য

অপরূপ নিসর্গ আর নৃতাত্ত্বিক বৈচিত্র্য সমৃদ্ধ পার্বত্য জেলা বান্দরবান। দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি, সবুজ বনানী, নদী আর ঝর্ণার সম্ভারে প্রকৃতি সাজিয়েছে নিজেকে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বে সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারলে বেগবান হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি।  

পাহাড়কন্যা বান্দরবান। প্রকৃতি এখানে শিল্পীর তুলিতে আঁকা ছবির চেয়েও সুন্দর। নিসর্গের এই সৌন্দর্য মুগ্ধ করছে দেশি-বিদেশী পর্যটকদের। নাগরিক কোলাহল থেকে খানিকটা স্বস্তির খোঁজে অনেকেই পাড়ি জমান পাহাড়ের আঁকাবাঁকা পথে। 



আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নীলগিরি পাহাড়। ক্ষণে ক্ষণে মেঘ-রোদ আর কুয়াশার লুকোচুরি। শীতে তাই বেড়েছে পর্যটকদের আনাগোনা। অনেকেই এসেছেন পরিবার-পরিজন নিয়ে। ঘুরে ঘুরে মুগ্ধ চোখে দেখছেন অপরূপ নিসর্গ। দু-চোখ যেদিকে যায়, দিগন্ত জুড়ে পাহাড়ের পর পাহাড়। সবুজে ছাওয়া অরণ্যরাজি।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশনের মহাসচিব তৌফিক রহমান বলেন, পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় জনজীবনে সহজেই আর্থ-সামাজিক পরিবর্তন আনা সম্ভব।

সঠিক পরিকল্পনা নিয়ে এগুলে থাইল্যান্ড, নেপাল, ভারত, মালয়েশিয়ার মতো সম্ভাবনাময় হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন শিল্পও।

 

বিভি/এআই

মন্তব্য করুন: