• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পর্যটকদের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন খোলা রাখার দাবি

প্রকাশিত: ১২:৪৬, ২৩ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
পর্যটকদের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন খোলা রাখার দাবি

ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট পর্যটকদের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে। জনজীবনে ব্যাপক ক্ষতি ও মানবিক সংকটের কথা বিবেচনায় তারা এ দাবি মেনে নেয়ার আহবান জানায়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় এ দাবি।

জোটের চেয়ারম্যান জনাব শিবলুল আজম কোরেশী বলেন, হোটেল-রিসোর্ট মালিকসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রবল আপত্তি সত্ত্বেও সরকার সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রি যাপন ও পর্যটক যাতায়াত সীমিত করার আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছে। এরফলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আজম কোরেশী আরও বলেন, পর্যটন ব্যবসার সাথে জড়িত অসংখ্য চাকুরীজীবি বেকার হয়ে পড়েছে। তাই মানবিক বিবেচনায় পর্যটকদের জন্য ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ উম্মুক্ত করে দেয়ার জোর দাবি জানান সংগঠনটির নেতারা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2