• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

মানুষকে বাড়ি পৌঁছাতে গিয়ে ২৫ বছর ধরে স্বজনদের সাথে ঈদ করেন না বাস চালক মিজান

প্রকাশিত: ২১:৩৪, ১০ জুন ২০২৫

আপডেট: ২২:১৭, ১০ জুন ২০২৫

ফন্ট সাইজ

ঢাকা-ফেনী রুটের স্টার লাইন পরিবহনের গাড়ি চালক মিজানুর রহমান দীর্ঘ ২৫ বছর ধরে পরিবহন সেক্টর কাজ করছেন। কিন্তু এই ২৫ বছরে সর্বসাকুল্যে পরিবারের সঙ্গে ঈদ করতে পেরেছেন সর্বোচ্চ ৩ থেকে ৪টি। 

এবারের ঈদুল আজহায়ও পশু কোরবানি দিয়েছেন এই গাড়ি চালক। কিন্তু নিজের টাকায় কেনা গরুটি এক মুহূর্তের জন্য সরাসরি দেখতে পাননি তিনি। প্রতিদিন গাড়ি নিয়ে নিজ জেলায় যাতায়াত করলেও সুযোগ হয়নি বাড়ি পর্যন্ত যাওয়ার। তাই বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া গোস্ত খেয়েই তৃপ্তির ঢেকুর তুলছেন মিজান। বলছিলেন, নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষকে স্বজনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বের কারণেই যেতে পারেননি নিজের বাড়িতে।

এই গল্প এক মিজানুর রহমানের হলেও প্রতি ঈদে এমন আত্মত্যাগ করেন দূরপাল্লার প্রায় সব গাড়ি চালকই। সেই প্রসঙ্গ টেনে মিজানুর রহমান বাংলাভিশনকে বলছিলেন, নিজে স্বজনদের সঙ্গে ঈদ করতে না পারলেও যাত্রীদের ঈদ আনন্দ আন্দোলিত করে তার মতো অন্য গাড়ি চালকদেরও। যাত্রীরা খুশি মনে কথা বললে সেই ভালো লাগা বেড়ে যায় কয়েক গুন। কিন্তু অনেক যাত্রী উল্টো খারাপ ব্যবহার করেন বলেও আক্ষেপ প্রকাশ করেন এই গাড়ি চালক।

ঈদ যাত্রায় সড়কপথে দুর্ঘটনার জন্য চালকের ওপর যাত্রীদের নানাবিধ চাপ, অপেশাদার চালক ও ফিটনেসবিহীন গাড়ি দায়ী বলে মনে করেন মিজান। যাত্রীদের নিরাপত্তা নিজের কাছে আমানত বলেও মনে করেন তিনি।

ঈদ যাত্রাসহ সবসময় চলতি পথে যাত্রীরাও চালকসহ পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আরও সহমর্মী হবেন সেটাই চাওয়া এই চালকের।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2