• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আশা করি এই হামলা থেকে শিক্ষা নিবেন, এনসিপির উদ্দেশে উমামা

প্রকাশিত: ২২:১৪, ১৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
আশা করি এই হামলা থেকে শিক্ষা নিবেন, এনসিপির উদ্দেশে উমামা

'আশা করি এই হামলা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার বিষয়ে মনোযোগ দিবেন'- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে এমনই পরামর্শ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এতে এখন পর্যন্ত চার জন নিহতের খবর পাওয়া গেছে। এনসিপির কর্মসূচিতে হামলার এ ঘটনাকে কেন্দ্র করে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উমামা ফাতেমা।     

তিনি লেখেন, 'এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছেন। তাদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা প্রত্যাশা করি। জুলাই থেকে জুলাই এ আসতেই রাজনৈতিক ঐক্যবদ্ধতা নাই হয়ে গেছে। নিজেদের রাজনৈতিক এজেন্ডায় বিভক্ত না হয়ে জুলাইয়ের সকল শক্তিকে মিনিমাম জায়গায় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করলে গোপালগঞ্জে যাওয়ার জন্য পুলিশ প্রটেকশনের প্রয়োজন হতো না। আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্যই কষ্টের। আশা করি এই হামলা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার বিষয়ে মনোযোগ দিবেন।'

উমামা আরও লেখেন, 'জুলাই কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য না। মানুষ জীবন দিছে এই জুলাই এ। এটাকে ফেসবুকের ক্লিকবেইট আলফা মেইল সিন্ড্রোমে নামায়েন না। আজকে শহীদ আবু সাইদ, শহীদ ফারুক, শহীদ ওয়াসিম, শহীদ ফয়সাল আহমেদ শান্তর মৃত্যুবার্ষিকী। আমাদের 'জুলাই শহীদ দিবস'-এ শহীদ ভাইদের স্মরণ করি।'
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2