• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাভিশনের নীলফামারী প্রতিনিধির ওপর প্রকাশ্যে দুর্বৃত্তের হামলা

প্রকাশিত: ০০:০৮, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বাংলাভিশনের নীলফামারী প্রতিনিধির ওপর প্রকাশ্যে দুর্বৃত্তের হামলা

বাংলাভিশনের নীলফামারী প্রতিনিধি ও নীলফামারী প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য নুর আলম সিদ্দিকী দুলালের ওপর দিনে-দুপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের কালেক্টেট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত দুলাল বলেন, 'আমি আমার পেশাগত কাজে নিজ মোটরসাইকেলযোগে শহরের আশা কমিউনিটি সেন্টার সংলগ্ন নীলসাগর হাউসে যাওয়ার পথে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে  সোহেল রানার নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল আমার গতিপথ রোধ করে। হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। কোনো কিছু বুঝে উঠার আগেই তারা সকলেই আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়িভাবে মারধর করতে থাকে। আমার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর  হাসপাতালে নিয়ে যায়।'

এদিকে প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে মারধরের ঘটনায় নীলফামারী জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নীলফামারীর সাংবাদিক নেতারা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2