• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এনসিপির সমাবেশে হামলা: বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বৈছাআ’র

প্রকাশিত: ০০:৪৫, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ০০:৪৬, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এনসিপির সমাবেশে হামলা: বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বৈছাআ’র

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ হয়েছে। সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান, সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। 
সংবাদ সম্মেলনে সরকারকে তিন দফা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দ্রুত এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জুলাই সনদ ঘোষণা ও পুলিশি ব্যবস্থা ঢেলে সাজানোর জোর দাবি জানান তারা। 

হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে ব্যর্থ হলে বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তারা। 

এদিকে, সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ। এ সময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পরেও  নিষিদ্ধ ঘোষিত এই দলটি নানাভাবে দেশকে অস্থিতিশীল এবং রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে তৎপরতা চালাচ্ছে। তাই অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রাশেদ খান।

এদিকে, গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির । এসময় সংগঠনটির সভাপতি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১১ মাস পার হয়ে গেলেও সরকার এখনও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2