মাদকের ছোবল থেকে সন্তান বাঁচাতে ইউআরডিপি’র কর্মসূচি

মাদকাসক্তি বিষয়ে অভিভাবকদের সচেতন করতে আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি) এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। ইউআরডিপি’র উদ্যোগে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মাদ্রাসা এবং হাটবাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী পোস্টার লাগানো হয়। পোস্টারে অভিভাবকদের জন্য সচেতনতা বার্তা দেওয়া হয়েছে যাতে সন্তানদের আচরণে সন্দেহজনক পরিবর্তন দেখা দিলে তারা তা বুঝতে পারেন এবং যথাযথ পদক্ষেপ নিতে পারেন।
এই কার্যক্রমের মাধ্যমে অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে—সন্তান মাদকাসক্ত কিনা তা বোঝার কিছু সাধারণ লক্ষণ হলো: আচরণে হঠাৎ পরিবর্তন, অতিরিক্ত গোপনীয়তা, অতিরিক্ত টাকার চাহিদা, বাসায় জিনিসপত্র হারিয়ে যাওয়া, ঘুমের পরিবর্তিত ধরন, মিথ্যা বলা, চুরি করার প্রবণতা এবং শারীরিকভাবে অস্বাভাবিক উপসর্গ।
এই পরিস্থিতিতে করণীয় হিসেবে সংস্থাটি অভিভাবকদের পরামর্শ দিয়েছে— সন্তানের বন্ধু ও চলাফেরা বিষয়ে সতর্ক থাকা, স্কুল ও টিউশনের খরচ নিজে পরিশোধ করা, প্রয়োজনে মানসিক চিকিৎসকের সহায়তা নেওয়া এবং সন্তানের পাশে সহানুভূতিশীলভাবে দাঁড়ানো।
ইউআরডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বলেন, “মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে পরিবারকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। সমাজের প্রতিটি স্তরে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিভাবকদের সচেতনতা এই লড়াইয়ের মূল হাতিয়ার।”
তিনি আরও জানান, ইউআরডিপি দীর্ঘদিন ধরেই দিনাজপুরে প্রান্তিক মানুষের জীবিকা উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, পানি ও স্যানিটেশন, পুষ্টি, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং আর্সেনিক হ্রাস বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে।
অন্যদিকে সংস্থাটি নিজস্ব অর্থায়নে ‘নীরোগ’ নামে একটি মানবিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। এর উদ্দেশ্য হলো গরিব, অসহায়, রোগাক্রান্ত ব্যক্তি এবং হৃদয়বান দাতার মধ্যে একটি সহানুভূতির সেতুবন্ধ তৈরি করা। এছাড়াও ইউআরডিপি ‘আবহ (আমরা বড় হবো)’ নামে একটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিচালনা করছে। এর লক্ষ্য একটি আধুনিক দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, যা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক তরুণ সমাজকে গড়ে তোলবে একটি দক্ষ, আত্মনির্ভর ও টেকসই ভবিষ্যতের জন্য।
বিভি/এজেড
মন্তব্য করুন: