• NEWS PORTAL

  • শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভালুকার শিল্পাঞ্চলে গড়ে উঠছে বিশ্বমানের হোটেল-রিসোর্ট 

জিয়াউল হক সবুজ

প্রকাশিত: ১৯:৪১, ১৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ভালুকার শিল্পাঞ্চলে গড়ে উঠছে বিশ্বমানের হোটেল-রিসোর্ট 

শিল্প কল-কারখানা সমৃদ্ধ এলাকা হিসেবে বেশ খ্যাতি রয়েছে ময়মনসিংহের ভালুকার। তবে, শুধু শিল্পাঞ্চল নয়, এখন বিশ্বমানের বোর্ডিং স্কুল ‘হেইলিবেরি ভালুকা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্রে পরিণত হয়েছে এলাকাটি। সেইসাথে স্কুলটির বিপরীতে ধামশুর মল্লিকবাড়ি এলাকায় ৫৩ একর জমিতে গড়ে উঠছে সেভেন স্টার মানের ‘লাক্সারি কালেকশনস রিসোর্ট’। এর অদূরেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোল ঘেঁষে গড়ে উঠছে একই প্রতিষ্ঠানের পাঁচ তারকা হোটেল ম্যারিয়ট।

সুদূরপ্রসারী চিন্তা থেকে আন্তর্জাতিকমানের বোর্ডিং স্কুল, আন্তর্জাতিক হোটেল চেইন ‘ম্যারিয়ট ভালুকা’ এবং বিলাসবহুল রিসোর্ট গড়ার প্রকল্প বাস্তবায়ন করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান-বেস্ট হোল্ডিংস পিএলসি। একই প্রতিষ্ঠানের আওতায় রাজধানীর বিমানবন্দর এলাকায় গড়ে উঠেছে বিশ্বমানের আরেক পাঁচতারকা হোটেল ‘লা মেরিডিয়ান’। ভালুকার দ্রুত বর্ধনশীল শিল্প এলাকার সম্ভাবনা কাজে লাগানোর অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করছেন প্রতিষ্ঠানটির কর্ণধার বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদ। 

শনিবার (১৬ আগস্ট) ময়মনসিংহের ভালুকায় বেস্ট হোল্ডিংস পিএলসির চলমান বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন গণমাধ্যমকর্মীরা। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা হেইলিবেরি ভালুকা স্কুলের আনুষ্ঠানিক কার্যক্রম সরেজমিন পরিদর্শনের পাশাপাশি ম্যারিয়ট ভালুকা হোটেল ও লাক্সারী রিসোর্ট নির্মাণের অগ্রগতি তুলে ধরেন। বিলাসবহুল এসব উদ্যোগ শিল্পাঞ্চলের কাঠামো সম্প্রসারণ এবং দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তারও একটা ধারণা দেন বেস্ট হোল্ডিংস পিএলসির কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ।

প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ জানান, ভালুকায় দ্রুত বর্ধনশীল শিল্পাঞ্চলের সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগকারী ও বায়ারদের কথা বিবেচনায় নিয়ে বিলাসবহুল ম্যারিয়ট হোটেল গড়ে তুলছেন তারা। নতুন পাঁচতারকা এ হোটেলটি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে সেই লক্ষ্য নিয়ে কাজ করছে বেস্ট হোল্ডিং লিমিটেড। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান, দ্য মসলিন লাক্সারী কালেকশন খ্যাত বিলাসবহুল রিসোর্টটির নির্মাণকাজ ২০২৭ সালের মধ্যে শেষ হবে। এ ধরনের বিলাসবহুল রিসোর্ট দেশে আর দ্বিতীয়টি নেই বলে উল্লেখ করেন তিনি্

ভালুকায় বর্তমানে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, সিরামিক, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও মোবাইল ফোন সংযোজনসহ আড়াই হাজারের বেশি শিল্পকারখানার উদ্যোক্তা এবং বিদেশি ক্রেতাদের টার্গেট করেই এসব প্রকল্পগুলো তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রায় ৪.৪৭ একর জমির ওপর তৈরি হচ্ছে ম্যারিয়ট। 

দেশে ব্যবসায়ী-উদ্যোক্তা ও বিদেশি বায়ারদের বিলাসবহুল আবাসন সেবা দেওয়ার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে হোটেলটি। যেখানে থাকবে ২২৮ কক্ষ। অতিথিদের চাহিদা মেটাতে থাকবে আধুনিক সুবিধা। এসব সুবিধার মধ্যে আছে উচ্চগতির ইন্টারনেট, স্মার্ট ওয়ার্কস্টেশন, মিটিং হল, এক্সিকিউটিভ লাউঞ্জ, রেস্তোরাঁর পাশাপাশি পাশেই থাকছে অত্যাধুনিক বিজনেস সেন্টার, বিনোদন কেন্দ্র, স্পা ও ফিটনেস পরিষেবা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কিলোমিটার উত্তরে ভালুকা উপজেলার মাওনা হবির বাড়ি এলাকায় গড়ে উঠছে হোটেল ম্যারিয়ট। 

এদিকে, বেস্ট হোল্ডিংস এর মালিকানায় ভালুকায় গড়ে উঠছে লাক্সারি ইন্টারন্যাশনাল চেইন রিসোর্ট লাক্সারি কালেকশনস অ্যান্ড ভিলা। এরই মধ্যে সেখানে গড়ে উঠছে দু’টি লাক্সারী ভিলা। রিসোর্টটিতে ১৪টি স্টুডিও ভিলা, চারটি প্রেসিডেন্সিয়াল ভিলা, দুটি লাক্সারি বাংলো, একটি ক্লাব হাউজ, একটি রেস্টিং প্যাভিলিয়ন, একটি সিগনেচার রেস্টুরেন্ট ও স্পেশাল রেস্টুরেন্টসহ থাকছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। মূলত উচ্চ-মধ্যবিত্ত পর্যটক, অবকাশযাপনকারীদের টার্গেট করে গড়ে তোলা হচ্ছে এ রিসোর্ট। এর একটি অংশ বাণিজ্যিকভাবে ভাড়ায় ব্যবহার করা এবং অন্যটি এক বিঘা জমির ওপর নির্মিতব্য ভিলা বিক্রির জন্য তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ।

এদিকে, বেস্ট হোল্ডিংসের আওতায় একই এলাকায় গড়ে উঠেছে ব্রিটিশ কারিকুলাম সমৃদ্ধ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক চেইন বোডিং স্কুল হেইলিবেরি ভালুকা। ২০২৪ সালের আগস্ট সেশনে শুরু হওয়া এ স্কুলটিতে প্রায় একশ’ জন দেশি-বিদেশি শিক্ষার্থী রয়েছে। প্রথম ব্যাচের প্রায় শতভাগ শিক্ষার্থী ২৫-৭৫ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা করছে। বর্তমানে সম্পূর্ণ আবাসিক পরিবেশে ষষ্ঠ থেকে নবম গ্রেড পর্যন্ত দ্বিতীয় ব্যাচের ক্লাস করছে শিক্ষার্থীরা। পরে ১২তম গ্রেড পর্যন্ত শিক্ষা কার্যক্রম শিগগিরই চালুর তথ্য দেন প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2